নিউজ ডেস্ক: আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের পরামর্শক হয়েছেন জিম্বাবুয়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার ৷ শুক্রবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিষয়টি নিশ্চিত করেছে৷
অ্যান্ডি ফ্লাওয়ার ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ইংল্যান্ড দলের কোচ ছিলেন। অ্যান্ডির অধীনেই ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলো ইংল্যান্ড। এবার আফগান ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হলেন এই হাই প্রোফাইল কোচ।
বিবৃতিতে এসিবি চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলি বলেছেন, ‘অ্যান্ডি ফ্লাওয়ারকে এসিবিতে পেয়েছে আমরা উচ্ছ্বসিত। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে আমাদের বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছেন তিনি। তার বিপুল অভিজ্ঞতা আসন্ন বিশ্বকাপে আমাদের দলের জন্য অনেক উপকারে আসবে।’
অ্যান্ডি ফ্লাওয়ার জিম্বাবুয়ে দলের হয়ে ৬৩টি টেস্ট ও ২১৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন৷ খেলোয়াড়ি জীবন শেষে করে কোচিং ক্যারিয়ারে যুক্ত হয় তিনি। ইংল্যান্ডে কোচের দায়িত্ব পালন ছাড়াও অ্যান্ডি ফ্লাওয়ার আইপিএল, সিপিএল, পিএসএল, দ্য হানড্রেটের মতো বিভিন্ন ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগে কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।
বিশ্বকাপ খেলতে আফগান দল ০৬ অক্টোবর কাবুল থেকে কাতারে গেছে৷ সেখান থেকেই নির্ধারিত সময়ে বিশ্বকাপে অংশগ্রহনের জন্য সংযুক্ত আরব আমিরাতে যাবে দলটি।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ অক্টোবর ওমান ও পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। ২২ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের রাউন্ড শেষ হবে। এরপরে ২৩ অক্টোবর থেকে শুরু হওয়া সুপার টুয়েলভ ৮ নভেম্বর এর লড়াই শেষ হবে। সেমিফাইনাল ১০ ও ১১ নভেম্বর। ১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের।