আফগানে ভূমিকম্পে নিহত ২৬

আন্তর্জাতিক

নিউজ ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। পশ্চিমাঞ্চলীয় বাদগিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বার্তা সংস্থা এএফপিকে বলেন, কাদিস জেলায় ভবনের ছাড় ধসে পড়ায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, পশ্চিমাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। বাজ মোহাম্মদ সারওয়ারি জানিয়েছেন, নিহত ২৬ জনের মধ্যে পাঁচ নারী এবং চার শিশু ছিল। এছাড়া আরও চারজন আহত হয়েছেন বলেও নিশ্চিত করেন তিনি।

প্রদেশের মুকর জেলায়ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেখানে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।

গত বছরের আগস্টে রাজধানী কাবুল দখলের পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তারপর থেকেই দেশটিতে মানবিক বিপর্যয় চলছে। পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক সহায়তা এবং বিদেশি থাকা অর্থ ব্যবহারে তালেবানের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে দেশটির সাধারণ মানুষ ভয়াবহ সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।

খরার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম কাদিস। গত ২০ বছরে ওই অঞ্চলের মানুষ খুব সামান্যই আন্তর্জাতিক সহায়তা পেয়েছে।

আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। বিশেষ করে হিন্দু কুশ পাহাড়ি এলাকায় ভূমিকম্প একটি সাধারণ বিষয় হয়ে উঠেছে। এর আগে ২০১৫ সালে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২৮০ জনের মৃত্যু হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *