আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ব্রাভো

খেলা

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। শনিবার এবারের বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। যা তারও শেষ ম্যাচ হবে এটি।

ডোয়াইন ব্রাভো এর আগেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন। তবে গত বছর অবসর ভেঙে আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে দলে ফেরেন তিনি। যার ফলে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন তিনি। তবে বিশ্বকাপে তেমন খেলেতে পারেনি তিনি। যার ফলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ব্রাভো।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে সেমি-ফাইনালে ওঠা হচ্ছে না। সুপার টুয়েলভে এখন পর্যন্ত খেলা চার ম্যাচে খেলে কেবল একটিতে জয় পেয়েছিল তারা। শনিবার নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ক্যারিবিয়ানরা। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ বলে জানিয়েছেন ব্রাভো।

বিদায় জানিয়ে ডোয়াইন ব্রাভো বলেন, “মনে হচ্ছে, সময় হয়ে গেছে (অবসরের)। খুব ভালো একটি ক্যারিয়ার কাটিয়েছি। ১৮ বছর ধরে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার পথে কিছু উত্থান-পতন ছিল। কিন্তু যখন ওই সময়ের দিকে ফিরে তাকাই, দীর্ঘদিন এই অঞ্চল এবং ক্যারিবিয়ানদের প্রতিনিধিত্ব করতে পেরে আমি কৃতজ্ঞ।”

২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে জাতীয় দলে অভিষেক হয় ব্রাভোর। সে বছরই লর্ডসে টেস্ট দলে ডাকও পেয়েছিলেন। অভিষেকের বছরই আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পান ব্রাভো। ২০০৪ আসরের শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন এই অলরাউন্ডার।

আন্তর্জাতিক ক্রিকেটে ২৯৪ ম্যাচে ক্যারিবিয়ানদের প্রতিনিধিত্ব করেছেন ৩৮ বছর বয়সী ব্রাভো। যেখানে ব্যাট হাতে ৬৪১৩ রান করেছেন তিনি। এবং বল হাতে ৩৬৩ উইকেট শিকার করেন তিনি। ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্রাভো।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *