আদালতের সিদ্ধান্তে মুখ খুললেন জায়েদ

বিনোদন

শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল ও নিপুণকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত স্থগিতের পর কালের কণ্ঠকে জায়েদ খান বলেছেন, ‘আদালতে ন্যায়বিচার পেয়েছি।’

আজ সোমবার আদালতের সিদ্ধান্তের পর তিনি এ কথা বলেন। জায়েদ খান মুঠোফোনে বলেন, ‌’আমি রায় পেয়েছি। আমিই জয়ী সাধারণ সম্পাদক। প্রমাণ হলো, আমি ন্যায়বিচার পেয়েছি।’
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ খান বলেন, ‘মহামান্য হাইকোর্টকে ধন্যবাদ। আদালত বলেছেন, আমার কাজে কোনো বাধা নেই। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। বাংলাদেশের বিচার বিভাগ যে স্বাধীন, তা ফের প্রমাণিত হলো। আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে।’

এর আগে গতকাল রবিবার জায়েদ খান বলেন, ‘আমি এখনো সাধারণ সদস্যদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। এফডিসিতে বহিরাগত ছেলেদের নিয়ে এসে গায়ের জোরে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন নিপুণ, এ কারণে আমি আইনি প্রক্রিয়ায় এগোচ্ছি। ১৭৬ জন ভোটার আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছে। এর সম্মান আমাকে রাখতেই হবে।’

তিনি আরো বলেন, ‘গত দুই দিন এফডিসিতে শত শত বাইরের মানুষ আনা হয়েছে। পেশিশক্তি দেখিয়ে নিজেকে সাধারণ সম্পাদক ঘোষণা করলেই কি সেটা কার্যকর হয়ে যাবে? এফডিসিতে সৃজনশীল কাজ হয়। সিনেমা, শিল্পের কাজ হয়, এখানে এত বহিরাগত ছেলে, ওরা কারা?’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *