নিউজ ডেষ্ক- এর আগে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে একই স্টেডিয়ামে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। সেই ম্যাচের পর এই প্রথম দুই দল একে অপরের মুখোমুখি হবে। পাকিস্তানের কাছে হারের পরই ভারত বিশ্বকাপ থেকে বিদায় নেয়। তবে, সেসব এখন অতীত। বিশ্বকাপের পর থেকে ভারত দারুন ফর্মে রয়েছে, সাতটি দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত রয়েছে। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বরে রয়েছেন রোহিত শর্মারা। তাই এশিয়া কাপের শিরোপা জেতার ক্ষেত্রে টিম ইন্ডিয়া অনেকটাই এগিয়ে।
এদিকে পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বিদায় নেয়। বিশ্বকাপের পর থেকে পাকিস্তান দল খুব কমই টি-টোয়েন্টি খেলেছে। বিশ্বকাপ অভিযানের পর থেকে পাকিস্তান মাত্র দুটি দ্বিপাক্ষিক সিরিজ এবং একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। দুটি সিরিজ ছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যা পাকিস্তান ৩-০ তে জিতেছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ম্যাচটি ছিল, যা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা সহজেই জিতেছিল।
আজ রাতে দুবাইয়ে দুই প্রতিদ্বন্দ্বী মাঠে নামলে ভারতের ফর্ম এবং পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটের অভাব গৌণ বিষয় হয়ে উঠবে। সেখানে মাঠেও যেমন লড়াই চলবে, তেমনি লড়াই চলবে মাঠের বাইরেও। দুই দলের সেরা দুই বোলার এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন। চোটের কারণে ছিটকে গিয়েছেন পাকিস্তানের শাহিন আফ্রিদি ও ভারতের জসপ্রিত বুমরা। এই ম্যাচে নজর থাকবে বাবর আজম ও বিরাট কোহলির দিকে। বাবর টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর ব্যাটার। অন্যদিকে, দীর্ঘদিন রানে নেই প্রাক্তন ভারত অধিনায়ক কোহলি।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, আবেশ খান, আর্শদীপ সিং।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম , মহম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), ফকার জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, হায়দার আলি, আসিফ আলি, শাদাব খান, মহম্মদ নওয়াজ, হারিস রউফ, নাসিম শাহ।