নিউজ ডেষ্ক- সকাল থেকে অনেকবার চেষ্টা করেও চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওহাব আলী নামের এক ব্যক্তি ভোট দিতে পারেননি বলে অভিযোগ তুলেছেন। ওহাব আলী উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পার-ভাঙ্গুরা গ্রামের বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা যায়, ভোট শুরু হওয়ার পর সকাল ৯টার দিকে পার-ভাঙ্গুড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন ওহাব। ভোট কক্ষে ঢোকার পর সেখানের কর্মকর্তারা তার আঙ্গুলে অমোচনীয় কালি লাগিয়ে দেওয়ার পর ব্যালট পেপার তার হাতে না দিয়ে তার ভোট হয়ে গেছে বলে জানিয়ে দেন। এরপর ভোট কক্ষ থেকে বের করে দেয়া হয় ওহাব আলী।
পরে তিনি বাইরে এসে সেখানে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খানের সঙ্গে দেখা করে বিষয়টি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক ৩নং কক্ষের কর্মরতদের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেনি।
এরপর তিনি ওহাবকে ভোট শেষ হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অপেক্ষা করার কথা বলেন। এরপর ৩টার দিকে পুনরায় কেন্দ্রে ভোট দিতে গেলে তাকে আর ভোট দিতে দেওয়া হয়নি।
ভোটকক্ষে থাকা পোলিং এজেন্ট হাসিনুর রহমান বলেন, “পোলিং কর্মকর্তাদের ভুলের কারণে ওয়াহাব ভোট দিতে পারেননি।”
এ বিষয়ে পোলিং অফিসার সাহেদ আরা খাতুন বলেন, “আব্দুল ওহাবের নামের ঐ ব্যাক্তির ভোট আগেই হয়ে গেছে। তাই তার ভোট নেওয়া হয়নি। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রিসাইডিং অফিসার। কিন্তু তিনিও আর কোন সিদ্ধান্ত দেননি।”
ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল খালেক বলেন, “আব্দুল ওহাব একবার ভোট দেওয়ার পর দ্বিতীয়বার আবার ভোট দেওয়ার চেষ্টা করেছেন। তাই তাকে ভোট দিতে দেওয়া হয়নি। ”