আগামী মাসে ইউক্রেনে হামলা করতে পারে রাশিয়া: বাইডেন

আন্তর্জাতিক

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া আগামী মাসে ইউক্রেন আক্রমণ করতে পারে এমন একটি ‘সুস্পষ্ট সম্ভাবনা’ রয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রাশিয়া বলছে, তারা এই সংকট সমাধানের ‘ব্যাপারে খুব একটা আশাবাদী’ নয়। কারণ রাশিয়ার মূল দাবিগুলো প্রত্যাখ্যান করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

কয়েক সপ্তাহ আগে ইউক্রেনের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় এক লাখ সেনা জড়ো করে রাশিয়া। এমতাবস্থায় সম্ভাব্য হামলার ব্যাপারে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্র দেশগুলো।

যদিও রাশিয়া বলছে, হামলার কোনো পরিকল্পনা নেই তাদের। তবে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপে এমন আশঙ্কার কথা প্রকাশ করেন বাইডেন।

হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র এমিলি হর্ন জানান, প্রেসিডেন্ট বাইডেন বলেছেন যে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে এমন একটি সুস্পষ্ট সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট এটি প্রকাশ্যেই বলেছেন। তবে আমরা কয়েক মাস ধরেই এ ব্যাপারে সতর্ক করে আসছিলাম।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের ফোনালাপে প্রেসিডেন্ট বাইডেন জোর দিয়ে বলেছেন ‘রাশিয়া ইউক্রেনে আরও আক্রমণ করলে দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রে মিত্র এবং অংশীদাররা’।

জেলেনস্কি বলেছেন, তারা ‘উত্তেজনা নিরসনে এবং ভবিষ্যৎ যৌথ কর্ম পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে’ আলোচনা করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *