ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পঞ্চদশ আসরের পর্দা উঠতে বাকি আর মাত্র ৪ দিন। এমন মুহূর্তে বিপাকে পড়েছে টুর্নামেন্টের নবাগত দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ইনজুরির কারণে সাড়ে ৭ কোটি রুপিতে কেনা দলটির পেস আক্রমণের অন্যতম অস্ত্র মার্ক উডকে পাচ্ছে না তারা।
গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ডান হাতের কনুইয়ে চোট পান উড। তার এক্স-রে রিপোর্ট যাচাই করে চিকিৎসকরা জানিয়েছেন, সেরে উঠতে কয়েক সপ্তাহ লেগে যাবে ইংল্যান্ডের এ গতিতারকার। অর্থাৎ এবারের আইপিএলটাই মাটি এ পেসারের।
এমন খবর শোনার পর থেকেই উডের বিকল্প খুঁজছে ফ্র্যাঞ্চাইজিটি। এ অবস্থায় লক্ষ্ণৌকে দারুণ এক পরামর্শ দিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। উডের বিকল্প হিসেবে বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে নিতে বললেন তিনি।
উডের বদলিতে শরিফুলকে কেন পছন্দ তার ব্যাখ্যা দেন আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে বলেন, সবশেষ বিপিএলে দারুণ বোলিং করেছে শরিফুল। ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছে। মূলত স্লগ ওভারে দুর্দান্ত বল করেছে। নিয়ন্ত্রিত, আটসাঁট বোলিংয়ে রান বেঁধে রেখেছে। নিয়মিত ব্যাটারদের পরাস্ত করেছে। ধারাবাহিকভাবে উইকেটও শিকার করতে পারে। ফলে উডের ভালো বিকল্প হতে পারে সে।