নিউজ ডেষ্ক-ভবিশ্ববাজারে আকরিক লোহার দাম বেড়েছে। দৈনিক ভিত্তিতে গত ১৪ দিনের মধ্যে যা সর্বোচ্চ। আর সাপ্তাহিক ভিত্তিতে ৬ সপ্তাহের মধ্যে তা সবচেয়ে বেশি। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, কোভিড-বিধ্বস্ত দেশের অর্থনীতি চাঙা করতে সম্প্রতি আরও পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে চীন। দেশটি বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক। ফলে লৌহ আকরিকের দর বৃদ্ধি পেয়েছে।
দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সর্বাধিক ব্যবসা করা আকরিক লোহার জানুয়ারির চুক্তি মূল্য ৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি টন বিক্রি হয়েছে ৭২০ দশমিক ৫০ ইউয়ান (চীনা মুদ্রা) বা ১০৩ দশমিক ৮০ ডলারে (যুক্তরাষ্ট্রের মুদ্রা)। গত ২৯ আগস্টের পর যা সর্বোচ্চ।
চলতি সপ্তাহে আকরিক লোহার চুক্তি ৮ শতাংশ বেড়েছে। ফলে আগের সপ্তাহের ক্ষতি পুষিয়ে যাচ্ছে। সিঙ্গাপুর এক্সচেঞ্জে শক্ত ধাতুটির অক্টোবরের চুক্তি মূল্য ২ দশমিক ১ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। প্রতি টন বিকিয়েছে ১০২ দশমিক ১৫ ডলারে।
সম্প্রতি দেশে সম্পত্তি খাতে সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে চীন। অবকাঠামো খাতেও অর্থছাড়ের ঘোষণা দিয়েছে দেশটি। ফলে স্থাপত্য নির্মাণে ইস্পাতের ব্যবহার বৃদ্ধির আশা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই আকরিক লোহার চাহিদা বাড়বে। ফলে শক্ত ধাতুটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে।