অস্ত্রোপচার করানো লাগবে না মাশরাফির

খেলা

নিউজ ডেষ্ক– দীর্ঘ ক্যারিয়ারে চোটের ছোবলে বহুবার খেলা থেকে ছিটকে গেছেন মাশরাফি মুর্তজা। আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় না জানালেও এখন যে আর খেলা হচ্ছে না তার, তা অনেকটাই নিশ্চিত। তবে ঘরোয়া ক্রিকেট খেলে যেতে চান তিনি।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আগে মাশরাফি মনে করেছিলেন, তার আরও একবার অস্ত্রোপচার লাগবে। মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ভারতের চেন্নাইয়ে গিয়েছিলেন চিকিৎসককে দেখাতে। তবে এ যাত্রায় তার অস্ত্রোপচার লাগছে না। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন মাশরাফি। কাল ফেসবুক পোস্টে তিনি জানান, ‘তিনদিন ধরে অর্থোপেডিক ডাক্তার, সার্জন, স্পোর্টস মেডিসিন ডাক্তার এবং ফিজিওর সঙ্গে সময় দিয়ে অবশেষে অষ্টম সার্জারি থেকে বিরত থাকলাম। হয়তো পরে কোনো একসময় দেখা যাবে। আবারও সেই রিহ্যাব শুরু, এর শেষ কোথায় আল্লাহ জানেন। আপাতত মাঠ ডাকছে (ডিপিএল)। বাকিটা আল্লাহ ভরসা। লিজেন্ড অব রূপগঞ্জ, ইনশাআল্লাহ মাঠে দেখা হবে।’

ঢাকা লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন মাশরাফি। দলবদলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে রূপগঞ্জে নাম লিখিয়েছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক। বিপিএল চলাকালীন কোমরের নিচের অংশে টান লাগে এই ডান-হাতি পেসারের। চার ম্যাচ খেলার পর তিনি আর মাঠে নামেননি। দুই বছর পর আবারও ৫০ ওভারের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মাশরাফি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *