অনুশীলনের সময় সাকিবকে দেখেই ছুটে গেলেন বাবর আজম

খেলা breaking subled

নিউজ ডেষ্ক- আজ শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই। প্রথম দিন মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে খেলা। গতকাল দুুই দলের খেলোয়াড়েরা নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন।

অনুশীলনের সময়ই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের সাক্ষাত পান পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
বাংলাদেশ দলও একই দিনে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুশীলন করেছে। যে কারণে দেখা হয়েছে সাকিব-বাবরের। বিশ্বসেরা অল-রাউন্ডারকে দেখে এগিয়ে যান বাবর। বেশ কিছুক্ষণ তারা কথা বলেন। সাকিবকে এসময় হাত নেড়ে বাবরকে কিছু বোঝাতে দেখা যায়। তবে দুজনের মাঝে কী কথা হয়েছে, তা এখনও জানা যায়নি।

এবারের আসরে বাংলাদেশ ও পাকিস্তান আলাদা গ্রুপে পড়েছে। আগামীকাল ২৮ আগস্ট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে পাকিস্তান। পরের দিন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ এশিয়া কাপ শুরু করবে। উল্লেখ্য, এবারের এশিয়া কাপের আয়োজক শ্রীলঙ্কা। রাজনৈতিক অস্থিরতার কারণে টুর্নামেন্টটি শ্রীলঙ্কার বদলে হচ্ছে আরব আমিরাতে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *