অনলাইনে কেনাকাটায় নাগরিকদের সতর্ক করেছে ফিলিপাইন দূতাবাস

আন্তর্জাতিক

ঢাকা: অনলাইনে কেনাকাটা করতে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ফিলিপাইন দূতাবাস।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার ফিলিপাইন দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্ক বার্তা দিয়েছে।

সতর্ক বার্তায় উল্লেখ করা হয়, অনলাইনে কেনাকাটায় কেলেঙ্কারি নিয়ে বেশ কিছু রিপোর্ট প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিশেষ করে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনলাইনে কেনাকাটা করার সময় নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে:

যখন বিক্রেতা ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধের দাবি জানায়, তখন সতর্ক থাকুন। বিক্রেতার ব্যবসা যথাযথভাবে নিবন্ধিত কিনা এবং এর তথ্য বৈধ কিনা যাচাই করুন।

বিক্রেতার ব্যবসার একটি ওয়েবসাইট আছে কিনা, তা পরীক্ষা করুন এবং বিক্রেতার পর্যালোচনাগুলো পড়ুন।
আপনার ব্যক্তিগত তথ্য রক্ষা করুন এবং সংবেদনশীল তথ্য যেমন ক্রেডিট কার্ড নম্বর, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সামাজিক মিডিয়া অ্যাকাউন্টগুলো দেবেন না।

অজানা লিংকগুলোতে ক্লিক করবেন না। আপনি যদি মনে করেন, আপনি একজন প্রতারকের শিকার হয়েছেন, বাংলাদেশের ফিলিপাইন দূতাবাস একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করার পরামর্শ দিচ্ছে। এছাড়া বাংলাদেশের জাতীয় ভোক্তা অধিকার সুরক্ষা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *