অক্টোবরের সেরার লড়াইয়ে সাকিব

খেলা প্রচ্ছদ সর্বশেষ খবর

নিউজ ডেস্ক: বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দ্বিতীয়বারের মতো  ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর স্বীকৃতি পেলেন। অক্টোবর মাসের সেরাদের সংক্ষিপ্ত তালিকায় সাকিবের সাথী আসিফ আলি ও ডেভিড ভিসা।

বৃহস্পতিবার অক্টোবর মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিতদের নাম প্রকাশ করেছে আইসিসি।

অক্টোবর মাসে বিশ্বকাপের প্রথম পর্বে দারুণ খেলায় খেলায় দ্বিতীয়বারের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অক্টোবর সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ায় তালিকায় মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। সাকিবের সাথে অন্য দুই প্রতিদ্বন্দ্বী হলেন পাকিস্তানের আসিফ আলি ও নামিবিয়ার ডেভিড উইজ।

চলমান বিশ্বকাপে অলরাউন্ড পারফরম্যান্সের কারণে আবারও প্লেয়ার অব দ্য মান্থ হওয়ার সম্ভাবনা জাগালেন সাকিব। অক্টোবরে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে  ব্যাট হাতে ১৩১ রান ও মাত্র ৫.৫৯ ইকোনমি রেটে ১১টি উইকেট শিকার করছেন তিনি।

সাকিবের সাথে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ডেভিড উইস নামিবিয়ার হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে ২৭ গড় ও ১৩২ স্ট্রাইকরেটে ১৬২ রান করেন। বল হাতে মাত্র ৭.২৩ ইকোনমি রেটে ৭টি উইকেট শিকার করেছেন তিনি।

অন্যদিকে পাকিস্তানের আসিফ আলি প্রথমে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে ২৭ রানের ক্যামিও খেলে দলকে জয় এনে দেয়। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৯তম ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছেন। যার ফলে মাসের সেরা খেলোয়াড় পুরস্কারের মনোনয়ন পেয়েছেন তিনি।

এর আগে চলতি বছরের জুলাই মাসে প্রথমবারের মতো সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন সাকিব। এবং তার আগে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে মে মাসে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর পুরস্কার জেতেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

এছাড়া নারী ক্রিকেটে আইসিসির অক্টোবর সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ায় তালিকায় মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের ম্যারি অ্যান মুসোন্দা এবং আয়ারল্যান্ডের দুই খেলোয়াড় লরা ডিলানি ও গ্যাবি লুইস।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *