নিউজ ডেষ্ক- জ্বরের প্রাদুর্ভাব বাড়ায় নীলফামারীর সৈয়দপুরে চাহিদা বেড়েছে আনারসের। চাহিদা বেশি থাকায় ফলের আড়তগুলোতে আনারসের দাম এখন আকাশচুম্বী। ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।
নীলফামারীর সৈয়দপুরে ঘুরে দেখা যায়, বড় আকারের ১ জোড়া আনারসের দাম বিক্রি হচ্ছে ৪০০ টাকা। মাঝারি আনারস বিক্রি হচ্ছে প্রতি জোড়া ২৪০ টাকা দরে। অথচ প্রতি বছর এ মৌসুমে বড় আকারের আনারসগুলোর দাম থাকত ৪০ থেকে ৫০ টাকা।
আনারস কিনতে আসা ক্রেতা ইমরান হোসেন সুলতান বলেন, বাসায় বেশ কয়েক জনের জ্বর। বাজারে এসেছিলাম আনারস কিনতে। কিন্তু বিক্রেতা প্রতি জোড়া আনারসের দাম চাচ্ছেন ৪০০ টাকা করে। এত দামে আনারস বিক্রি করতে এইবার প্রথম দেখলাম।
বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, প্রচুর চাহিদা, উৎপাদন কম ও পরিবহন খরচ বেশি পড়ায় দামও বেশি। পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় আমাদের বেশি দামে কিনে আনতে হয়। তার জন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার বলেন, এটি ভাইরাস জ্বর। ৭ বা ১০ দিনের আগে এ জ্বর শরীর থেকে নামছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন বলেন, মূলত মৌসুমি জ্বরকে টার্গেট করে কিছু ব্যবসায়ী বাজার বাড়িয়েছে। আমরা নজরে রেখেছি। যে কোনো সময় ব্যবস্থা গ্রহণ করা হবে।