২০০ মোটরসাইকেল নিয়ে আড়াই বছরের শিশুর নির্বাচনী শোডাউন!

বাংলাদেশ

নিউজ ডেষ্ক- মাত্র আড়াই বছরের শিশু আজমাইন হোসেন সরদার। এখনো ঠীকভাবে কথা বলতেও শেখেনি। তবে সে একজন ভবিষ্যতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। আগামী ২০৪৫ সালে নির্বাচনে প্রার্থী হিসেবে দেখা যাবে তাকে। আর এজন্য নির্বাচনী প্রচারণা হিসেবে আগাম মোটরসাইকেল শোডাউনও করা হয়েছে।

ছেলের ইচ্ছা পূরণ করতে বাবার এমন ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা এলাকার মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা।

আজমাইন হোসেন সরদার নওগাঁর মহাদেবপুর উপজেলার ৮ নম্বর উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের উত্তরগ্রাম গ্রামের আনিসার রহমান এবং নুরমিলা জান্নাত দম্পতির ছোট ছেলে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ২৬(১) ধারা মতে কোনো ব্যক্তি চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনের জন্য প্রার্থী হওয়ার জন্যে প্রথমত বাংলাদেশের নাগরিক হতে হবে, দ্বিতীয়ত তার বয়স ২৫ বছর পূর্ণ হতে হবে এছাড়া চেয়ারম্যানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের যেকোনো ওয়ার্ডের ভোটার তালিকায় তার নাম লিপিবদ্ধ থাকতে হবে।

জানা যায়, আনিসার রহমান পেশায় একজন পিকআপ চালক। তার নিজস্ব একটি পিকআপ রয়েছে। আছে কয়েক বিঘা ফসলি জমি। এছাড়া কয়েকটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করেন আনিসার। তার স্ত্রী নুরমিলা জান্নাত গৃহিণী। তাদের সংসারে তিন ছেলে মেয়ে। বড় মেয়ে রাহিমনির বয়স ১৩ বছর, ছেলে রাহিম সরদারের বয়স ৬ বছর অন্যদিকে ছোট ছেলে আজমাইন হোসেন সরদারের বয়স মাত্র আড়াই বছর।

আজমাইন হোসেন সরদার জানায়, বাবাকে বলেছি আমি চেয়ারম্যান হতে চাই। তাই বাবা আমাকে হুন্ডায় করে ঘুরিয়েছে।

বাবা আনিসার রহমান বলেন, “আজমাইন হোসেন সরদার হচ্ছেন আমার ছোট ছেলে। এখনো ঠীকভাবে কথা বলতে শেখেনি। গত ৬ ডিসেম্বর ছেলে আমাকে বলে, বাবা আমি চেয়ারম্যান হতে চাই। আল্লাহ কখন কী করেন বলা তো যায় না। ছেলের ইচ্ছা পূরণ করতে গত ১০ ডিসেম্বর প্রায় দুই শতাধিক মোটরসাইকেল ও পিকআপ নিয়ে উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকায় তাই শোডাউন দিয়েছি। পরে সন্ধ্যায় ভূরিভোজের আয়োজন করেছিলাম।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *