হাসপাতালে ভর্তি সাকিবের মা-সন্তান, অবস্থা সংকটপন্ন শাশুড়ির

খেলা

নিউজ ডেষ্ক-‌‌ সাকিবের পুরো পরিবারই হাসপাতালে ভর্তি। জাতীয় দলের হয়ে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন সাকিব। এদিকে তার তিন সন্তান, মা শিরিন আক্তার এবং শাশুড়ি আছেন হাসপাতালের বিছানায়।

মা ও শাশুড়ির অবস্থা কিছুটা সংকটপন্ন, তবে সন্তানরা মোটামুটি ভালোই আছেন। সাকিবের পারিবারিক সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। গত কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি আছেন সাকিবের মা শিরিন আক্তার। এমিনতেই হার্টের রোগী তিনি। অবস্থা কিছুটা খারাপ হওয়াতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাকিবের মা।

আগের চেয়ে কিছুটা উন্নতি হলেও এখনও স্বাভাবিক হতে পারেননি শিরিন আক্তার।‌এদিকে সাকিবের একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠান্ডা জ্বরে ভুগছেন। তিনজনই দাদির সঙ্গে একই হাসপাতালে ভর্তি আছেন। যদিও তাদের অবস্থা অতোটা খারাপ নয়।

তবে সাকিবের শাশুড়ির অবস্থা বেশ খারাপ। এমনিতেই ক্যান্সারে আক্রান্ত তিনি। সাকিবের শাশুড়ি ভর্তি আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। ওখানেই তার চিকিৎসা চলছে। সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন সাকিব পত্মী শিশির। গত ফেব্রুয়ারিতে শেষ হওয়া বিপিএলের সময় দেশে আসেন তিনি। সাকিব খেলার ফাঁকের অবসর সময়টাতে যুক্তরাষ্ট্র গিয়েই থাকেন।

মানসিক ও শারীরিক অবসাদের কথা বলে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাইছিলেন না সাকিব। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করে দক্ষিণ আফ্রিকা যান তিনি। তবে সপ্তাহ না পেরুতেই সাকিবের ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে! যদিও এ ব্যাপারে বিসিবি এখনও কিছু জানায়নি। সাকিব নিজেও কোন সিদ্ধান্ত নেননি। তবে সাকিবের পুরো পরিবার যখন হাসপাতালে, খুব স্বাভাবিক ভাবেই সাকিবের খেলা চালিয়া যাওয়া কঠিন!

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *