সরকার উৎখাতের কিছু মানুষ ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

জাতীয়

নিউজ ডেষ্ক- কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন,সরকার যখন দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত, তখন কিছু মানুষ অপপ্রচার আর সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। দেশের অগ্রযাত্রা রুখে দিতে এবং সাধারণ মানুষের উন্নয়ন ব্যাহত করতেই এই ষড়যন্ত্র।

এ অনুষ্ঠানে কৃষি ও কৃষকের জন্য তাঁর সরকারের নানামুখী কর্মকান্ড তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের প্রতিটি উন্নয়ন পরিকল্পনা তৃণমূলের মানুষকে কেন্দ্র করে; যার সুফল মিলছে। করোনা সংকট কাটিয়ে সরকার দেশ এগিয়ে নিচ্ছে। পাশাপাশি, টিকাসহ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *