নিউজ ডেষ্ক-গতকাল শনিবার দিবাগত রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রেসের সঙ্গে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ইনজুরির কারণে দলে ছিলেন না লিওনেল মেসি। শুরুর একাদশে ছিলেন না নেইমারও। আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে ছিলেন পাবলো সারাবিয়া ও কার্লোস সোলের। তবে মেসি-নেইমার ছাড়া একদমই সুবিধা করতে পারেননি এমবাপ্পে।
এবার পিএসজি কোচ তো বলেই দিলেন, মেসি-নেইমার ছাড়া ‘এতিম’ এমবাপ্পে। ক্রিস্তাফ গালতিয়ের বলেন, ‘মেসি ও নেইমারকে ছাড়া কিলিয়ান এমবাপ্পেকে অনেকটা এতিমের মতো মনে হয়েছে। যদিও আমি ভেবেছিলাম, সময় বাড়ার সঙ্গে এটি বদলাবে। নেইমার ম্যাচের শুরু থেকে ছিল না। কারণ, সম্প্রতি সে অনেক খেলেছে।’
এদিন প্রথমার্ধে লালকার্ড দেখে মাঠ ছাড়েন সার্জিও রামোস। দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে কার্লোস সোলেরের বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। এরপর পিএসজির খেলার গতি বাড়ে। তবে গোলের দেখা পায়নি তারা।
এদকে গালতিয়ের বলেন, ‘নেইমার মাঠে নামার পর আমরা দেখেছি, তাদের (নেইমার-এমবাপ্পে) বোঝাপড়া কত ভালো। এ কারণে ১০ জন নিয়েও দ্বিতীয়ার্ধে আমাদের পারফরম্যান্স অনেক ভালো হয়েছে।’