নিউজ ডেষ্ক- চলতি বিশ্বকাপে একটা ম্যাচ হারের পর পাকিস্তানে এখন ভয়ঙ্কর গৃহযুদ্ধ। যেমন-তেমন ম্যাচ তো নয়, ভারতের বিরুদ্ধে ম্যাচে হার। আর সেই হারের জন্য পাক অধিনায়ক বাবর আজমকেও ছেড়ে কথা বলছেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর ম্যাচে ভারত পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছিল। বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে নাটকীয় জয় পায় টিম ইন্ডিয়া।
পাকিস্তানের হারের পর রেগে গিয়ে বাবর আজমের সমালোচনা করলেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের পরাজয়ের পর মোহম্মদ হাফিজ বলেছেন, ‘বাবর আজম আসলে একটি পবিত্র গরুর মতো, যার সমালোচনা করা যায় না। এই নিয়ে টানা তিনবার বড় ম্যাচে বাবরের অধিনায়কত্বের ফাঁক দেখতে পাচ্ছি আমরা। ওর বয়স নাকি ৩২ বছর হলে আমরা নাকি বাবরের কাছ থেকে শিখব। কবে যে সেটা হবে কে জানে!
হাফিজ আরও বলেন, ‘ভারত যখন ৭ম থেকে ১১তম ওভার পর্যন্ত রান তুলতে হিমশিম খাচ্ছিল, সেই সময় বাবর আজম কেন স্পিনারদের ওভারের কোটা শেষ করেনি? তা হলেই তো শেষ ওভারটা পেসারকে দিয়ে করানো যেত। শেষ ওভারে তো আমরা ম্যাচটা ভারতীয় দলকে গিফট করে দিলাম।’
এদিকে, ভারতের বিপক্ষে ওই ম্যাচে শেষ ওভারে জিততে কোহলিদের দরকার ছিল ১৬ রান। এর পর পাক অধিনায়ক বাবর আজম বল তুলে দেন মোহাম্মদ নওয়াজের হাতে, যা ভুল সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়। নওয়াজ ওই ওভারে হার্দিক পান্ডিয়া ও দীনেশ কার্তিককে আউট করলেও পাকিস্তানকে জয় এনে দিতে পারেননি। বিরাট কোহলি ৫৩ বলে অপরাজিত ৮২ রান করে ভারতকে দুর্দান্ত জয় এনে দেন। তথ্যসূত্র – জিও সুপার পাকিস্তান