নাঈমকে আরও ১০ দিন হাসপাতালে থাকতে হবে

বিনোদন

নিউজ ডেস্ক: নব্বই দশকে জনপ্রিয় চিত্রনায়ক নাঈম বেশ কিছুদিন ধরেই অসুস্থ রয়েছেন। শনিবার (৬ নভেম্বর) রাতে বেসরকারি হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়েছে। এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

চিত্রনায়ক নাঈমের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী অভিনেত্রী সাবরিনা তানিয়া শাবনাজ। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, চিকিৎসকেরা নাঈমকে পর্যবেক্ষণে রেখেছেন। দেড় সপ্তাহ হাসপাতালে থাকার পর বাসায় যেতে পারবেন তিনি। এই দেড় সপ্তাহ তাকে ডাক্তাররা নিবির পর্যবেক্ষণে রাখবেন।

নব্বই দশকে জনপ্রিয় চিত্রনায়ক নাঈম অনেক বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করেন না। তবে তাকে চলচ্চিত্রে বিভিন্ন অনুষ্ঠানে তার দেখা যায়। সে সময়ে জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। চলচ্চিত্র নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে এই জুটির অভিষেক হয়। এই জুটিকে ছবিটি দর্শকদের দারুণ সাড়া পেয়েছিল।

নাঈম-শাবনাজ জুটিতে ২০টির মতো ছবিতে অভিনয় করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য- জিদ, লাভ, চোখে চোখে, অনুতপ্ত, বিষের বাঁশি, সোনিয়া, টাকার অহংকার, ঘরে ঘরে যুদ্ধ প্রভৃতি। তাদের অভিনীত বেশিরভাগ সিনেমাই ব্যবসা সফল ছিল। সবশেষ এই জুটির সিনেমা হচ্ছে ‘ঘরে ঘরে যুদ্ধ’।

নাঈম চলচ্চিত্রে কাজের থাকাকালে ১৯৯৪ সালের ৫ অক্টোবর ভালোবেসে চিত্রনায়িকা শাবনাজকে বিয়ে করেন। শোবিজে সুখী দম্পতিদের মধ্যে তারা অনেক এগিয়ে রয়েছে। নাঈম-শাবনাজের ঘরে দুই কন্যা সন্তান নামিরা ও মাহদিয়া রয়েছে। সফলতার মাঝে থাকতেই এই জুটি একসঙ্গে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে সরে যান। সংসার-সন্তান নিয়ে ব্যস্ত সময় কাটান।

বর্তমানে বেশিরভাগ সময় টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলেই কাটান নাঈম। অভিনয় জীবন থেকে সরে গিয়ে গ্রামের পৈতৃক কৃষিজমি ও ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন নায়ক নাঈম। কৃষি কাজের ছবি অনেক সময়ই ফেসবুকে আপলোড করেন তিনি। অন্যদিকে তার সহধর্মিণী শাবনাজ সংসারে ব্যস্ত সময় পার করছেন। নাঈম স্যার নবাব সলিমুল্লাহ’র বংশধর। মায়ের সূত্রে টাঙ্গাইল করটিয়া জমিদার বাড়ির সন্তান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *