নাইজারে স্কুলে আগুন, নিহত ২৫ শিশু

আন্তর্জাতিক

নিউজ ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ শিক্ষার্থী নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত ১৩ জনের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর। সোমবার (৮ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় মারাদি শহরে এই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (৯ নভেম্বর) বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে এই দুর্ঘটনা বিষয়ে জানিয়েছে। এ ঘটনায় আজ থেকে তিন দিনের শোক ঘোষণা করেছেন মারাদি শহরের মেয়র চাইবো আবু বকর।

বিদ্যালয়ের শ্রেণিকক্ষ খড় ও কাঠ দিয়ে তৈরি ছিল। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে। এছাড়া এই দুর্ঘটনায় আরও ১৩ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা অনেক গুরুতর।

মারাদি শহরের মেয়র চাইবু আবুবাকার বলেন, এখন পর্যন্ত ২৫ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। নিহত শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ৬ বছরের মধ্যে। আগুন লেগে যাওয়া সেই শ্রেণিকক্ষটি কাঠ ও খড়ের তৈরি ছিল।

এক বিবৃতিতে নাইজার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মর্মান্তিক ঘটনা এই দুঃখজনক ঘটনা আবার নাইজারের জনগণকে শোকের মধ্যে ফেলেছে।

দেশটি শ্রেণিকক্ষগুলো বেশিভাগ কাঠ ও খড়ের তৈরি হয়ে থাকে। তিনি বলেন, খড় এবং কাঠের তৈরি ক্লাসরুম দেশে নিষিদ্ধ করা হবে।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম দরিদ্র দেশ নাইজার। নানান প্রতিকূলতা সত্ত্বেও দেশটি খড় ও কাঠের শেড নির্মাণ করে স্কুলভবনের ঘাটতি মেটানোর চেষ্টা করে যাচ্ছে। অনেকসময় শিশুদের মাটিতে বসেই পড়ালেখা করতে হয়।

এবছরের গত এপ্রিলে নাইজারের রাজধানী নিয়ামের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ শিশু মারা যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *