‘ঋণ শোধ না করে মরলে উল্টো ১০ হাজার দেব’

সারাদেশ

রাজধানী থেকে আজিমুন্নেসা (৫২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ডেমরার পূর্ব বক্সনগর এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের স্বামী রাজমিস্ত্রি আব্দুল মজিদ মোল্লা (৬৩) শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঘর থেকে কাজের উদ্দেশ্যে বের হন। এরপর সকাল সাড়ে ৮টার দিকে তিনি স্ত্রীর মৃত্যুর খবর পান। ধারণা করা হচ্ছে, ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে কোনো এক সময় ওই নারী নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।

পরিবারের সদস্যরা বলছেন, ওই নারীর প্রায় ৫ লাখ টাকা ঋণ ছিল। সেই চাপে আত্মহত্যা করতে পারেন। এ ঘটনায় শুক্রবার বিকেলে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন মৃতের স্বামী।

জেনেভা ক্যাম্প এলাকায় তানভীরের সঙ্গে কী ঘটেছিল?
মৃতের স্বামী আব্দুল মজিদ মোল্লা বলেন, প্রথম স্ত্রীর মৃত্যুর পর ৩৫ বছর আগে আমার সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় আজিমুন্নেসার। তিন মেয়ের বিয়ে দেওয়াসহ নানা কারণে সাতটি এনজিও থেকে প্রায় ৫ লাখ টাকা ঋণ নিই আমরা। এদিকে কিস্তি পরিশোধে দেরি হওয়ায় এক এনজিওর কর্মকর্তা আমার স্ত্রীকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চাপ প্রয়োগ করেন।

তিনি আরও বলেন, ওই কর্মকর্তা আমার স্ত্রীকে বলেন, ‘ঋণ পরিশোধ না করে আপনি মরে গেলে উল্টো আমি ১০ হাজার টাকা দিয়ে যাব।’ এরপর থেকে মানসিক চাপে পড়েন আজিমুন্নেসা।

মজিদ মোল্লা বলেন, এ সংসারে আমাদের তিন মেয়ে রয়েছে। মেয়েদের বিয়ের পর আমরা স্বামী-স্ত্রী বর্তমান ঠিকানায় বসবাস করি।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান গণমাধ্যমকে বলেন, ওই নারীর মৃত্যুর খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরও বলেন, ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *