নিউজ ডেস্ক: আজ ২ নভেম্বর কোটি মানুষের প্রিয় তারকার শাহরুখ খানের জন্মদিন। এদিন ৫৬-এ পা রাখলেন বলিউডের ‘কিং অফ রোম্যান্স’। শাহরুখ জন্মদিনটা ঘরোয়াভাবেই কাটাবেন।
১৯৬৫ সালের আজকের এই দিনে নয়াদিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
শাহরুখ খানের প্রধান চরিত্রে প্রথম কাজ ছিল লেখ ট্যান্ডনের টেলিভিশন ধারাবাহিক ‘দিল দরিয়া’। ১৯৮৮ সালে ধারাবাহিকটির শুটিং শুরু হয়, কিন্তু নির্মাণ-বিলম্বের কারণে ১৯৮৮ সালে রাজকুমার কাপুর পরিচালিত ‘ফৌজি’ টেলিভিশন ধারাবাহিকে অভিনেতা হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন।
১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয় শাহরুখ খানের। প্রথম সিনেমাতেই অর্জন করেন সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার।
রাজ, রাহুল থেকে কখনও কবীর খান কিংবা মোহন ভার্গব- সিলভার স্ক্রিনের সব চরিত্রে সেরা হেয়ে উঠেছে শাহরুখের অভিনয়। এর পাশাপাশি অভিনেতার মায়বী চাউনি, গালের ডিম্পল কিংবা মিষ্টি হাসিতে আজও ফিদা ষোড়শীর হৃদয়। হাঁটুর বয়সী মেয়েরাও স্বপ্ন দেখে তার সাথে ছবি করতে।
তবে প্রতি বছরের থেকে এই বছর শাহরুখের জন্মদিনটা অনেকটা ভিন্ন। সদ্যই বড় ছেলে আরিয়ান খানের নাম মাদককাণ্ডে জড়ানোয় প্রশ্নবিদ্ধ হয়েছেন শাহরুখ খান। ছেলেমেয়েকে মানুষ তিনি ব্যর্থ হয়েছেন তিনি অনেকে এমন অভিযোগ এনেছেন। তবে কেউ এই কঠিন সময়ে প্রিয় তারকার পাশে দাঁড়িয়েছেন।
কাকতালীয়ভাবে শাহরুখের জন্মদিনের দিনই ক্রুজ ড্রাগ পার্টি কাণ্ডেরও একমাস পূর্তি। ২ অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে আটক হয়েছিল আরিয়ান খান।
শাহরুখ-গৌরীর পরিচিত মহল সূত্রে জানা গেছে, মাসকয়েক আগে থেকে আলিবাগের আলিশান বাড়িতে শাহরুখের জন্মদিনটা সেলিব্রেট করবার প্ল্যান করে রেখেছিলেন তারকা দম্পতি। আব্রামেরও তেমনই ইচ্ছা ছিল। কিন্তু সব প্ল্যানিং নাকি ভেস্তে গিয়েছে গত একমাসের ঘটে যাওয়ার ঘটনায়। এই অবস্থায় কোনোভাবেই আরিয়ানকে নিয়ে আলিবাগে যাওয়ার ঝুঁকি নিতে রাজি নন শাহরুখ। তাই মান্নাতেই ঘরোয়াভাবে জন্মদিনটা কাটাবেন তিনি।