শবে কদরের রাতে আড়াই লাখ মুসল্লি নামাজ পড়লেন আল-আকসায়

আন্তর্জাতিক

নিউজ ডেষ্ক- পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের নামাজ আদায়ে ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ঢল নামে।

বুধবার (২৭ এপ্রিল) রাতে নামাজে অংশ নেন প্রায় আড়াই লাখ মুসল্লি। জিউস নিউজ সিন্ডিকেটের খবরে এ তথ্য জানানো হয়েছে। গত কয়েকসপ্তাহ ধরে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশ আগ্রাসন চালালেও বুধবার রাতে কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল ইসরায়েল। নিরাপত্তার জন্য তারা আরও বেশি সেনা মোতায়েন করে।

চলতি রমজানে পবিত্র আল-আকসা মসজিদে একাধিকবার অভিযান, আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত শুক্রবার (১৫ এপ্রিল) ফজরের নামাজের সময় মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ হামলায় ১৫৮ জন ফিলিস্তিনি আহত হয়। এছাড়াও তিন শতাধিক ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়।

এর আগে গত শুক্রবার (২২ এপ্রিল) জুমার নামাজের দিন অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। এ সময় ইসরাইয়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩১ ফিলিস্তিনি আহত হন। পবিত্র রমজানে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন থেমে নেই ইসরায়েলের। তবে হামলা উপেক্ষা করেই জুমার নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *