চ্যালেঞ্জ দিয়ে বলছি, সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখেন: ফখরুল

রাজনীতি

ক্ষমতাসীন সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি শেখ হাসিনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, সাহস থাকলে আপনারা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখেন।’ বুধবার (১৩ এপ্রিল) নারায়ণগঞ্জের আড়াইহাজার সাতগ্রাম ইউনিয়নে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ওপর হামলা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘কিছুক্ষণ আগে শুনলাম, যারা এখানে আসছিল তাদের ওপর হামলা হয়েছে। এতই যদি জনগণের উপকার করে থাকেন, উন্নয়ন করে থাকেন তাহলে ভয় পান কেন? একটা রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার অনুযায়ী সম্মেলন করবে, সভা করবে। সেটাকে ভাঙেন কেন আপনারা?’

তিনি বলেন, ‘আমাদের ৬ শতাধিক নেতাকে গুম করেছে। আজ ইলিয়াছ আলীর ছেলেমেয়েরা দরজার দিকে তাকিয়ে আছে, কবে তাদের বাবা ফিরে আসবে। হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে বিনা বিচারে। একটা ভয়াবহ ত্রাসের রাজত্ব তারা দেশে তৈরি করেছে।’

নেতাকর্মীদের প্রতি লড়াইয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই লড়াইটা ছোট লড়াই নয়। যারা কথায় কথায় গুলি করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই লড়তে হবে। আমাদের নেতা আজ আট হাজার মাইল দূরে, আমার নেত্রী গৃহবন্দি। আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। লড়াই করে, যুদ্ধ করে বের হতে হবে। তাদের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে যুদ্ধ করতে হবে। অধিকার ফিরে পাওয়ার জন্য যুদ্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সরকারকে পরিষ্কারভাবে বলেছি পদত্যাগ করুন। কারণ, আপনারা সব জায়গায় ব্যর্থ হয়েছেন। দুর্নীতিতে এমন চ্যাম্পিয়ন হয়েছেন যে প্রত্যেকটি কাজে ব্যর্থতার জন্য পদত্যাগ করতে হবে। পদত্যাগ করুন এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *