ছাদ থেকে ফেলে দেয়া চবির সেই শিক্ষার্থীর ফেসবুক স্ট্যাটাস

সারাদেশ

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছাদ থেকে ফেলে দেয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাজিউর রহমান রাজু বেঁচে আছেন। রোববার (৩১ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

জানা গেছে, আহত রাজিউর রহমান রাজু বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার সনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

ফেসবুক পোস্টে রাজিউর রহমান রাজু লেখেন, আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামীন এর জন্য, যিনি আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে নতুন জীবন দান করেছেন। জীবনের এই ৪টা ঘণ্টা সারাজীবন মনে থাকবে। বাবা-মায়ের দোয়ায় ও সকলের সহযোগিতায় আমি নিরাপদে জীবন ফিরে পেয়েছি।

তিনি লেখেন, নিজের মা সঙ্গে উপস্থিত না থাকলেও, আল্লাহ আরো এক মা আমার কাছে পৌঁছায় দিয়েছিলেন। তাই হয়তো বেঁচে গেছি। সেই মা আর ছোটভাইকে সারা জীবন মনে রাখব। অনেকেই অনলাইন-অফলাইনে মেসেজ, কল করে আমার খোঁজখবর নেয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমি আপনাদের রেসপন্স করতে না পারার জন্য দুঃখিত। সকলের মোনাজাতে রাখবেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা শান্ত হও। আমরা তোমাদের পাশে আছি। এ ঘটনার বিচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *