মেরুন গেঞ্জির সেই ব্যক্তির আসল নামসহ পরিচয় জানা গেল

সারাদেশ

রাজধানীর পল্টনে ফুটপাতে পড়ে থাকা ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাটকে মারছে

মেরুন রঙের টি-শার্ট পরিহিত এক ব্যক্তি—এমন ছবি ও ভিডিও গত শুক্রবার রাতে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে মেরুন টি-শার্ট পরিহিত

ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারছিল না কেউ। অবশেষে জানা গেছে, আখতারুজ্জামান সম্রাটকে বেধড়ক পেটাতে থাকা সেই ব্যক্তি পুলিশ কনস্টেবল মিজানুর রহমান। তিনি ঢাকা মহানগর পুলিশের পল্টন থানার ওসি নাসিরুল আমিনের গাড়িচালক হিসেবে কর্মরত।

গতকাল দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পল্টন থানায় ঘুরে অন্তত সাতজন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে কালবেলা বিষয়টি নিশ্চিত হয়েছে। যদিও এ ব্যাপারে থানার ওসি নাসিরুল আমিনের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্যের জন্য থানায় তার কক্ষে গিয়েও তাকে পাওয়া যায়নি। দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তার সরকারি মোবাইল নম্বরে আটবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখকে জিজ্ঞেস করা হয়, আখতারুজ্জামান সম্রাটকে মারধর করা সেই ব্যক্তি পল্টন থানার ওসির গাড়িচালক কি না। জবাবে তিনি বলেন, ‘আমি শুনেছি। তবে নিশ্চিত নই।’ সন্ধ্যায় পল্টন থানার ডিউটি অফিসারের কাছে জানতে চাওয়া হয় ওসির গাড়িচালকের নাম কী? তিনি বলেন, ‘মিজানুর রহমান।’

এদিকে, গতকাল দুপুরে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, মেরুন রঙের টি-শার্ট পরা ব্যক্তিটি একজন পুলিশ কনস্টেবল। পোস্টে তিনি লেখেন, ‘লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল। তার নাম মিজানুর রহমান। তিনি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *