ওবায়দুল কাদের গ্রেফতার? জানা গেল আসল তথ্য

সারাদেশ

সারাদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গ্রেফতার” হয়েছে—এমন খবর। তবে খোঁজ নিয়ে দেখা গেছে, এই তথ্য পুরোপুরি গুজব।

নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যমে এ বিষয়ে কোনো খবর প্রকাশিত হয়নি। বরং রাজনৈতিক ও প্রশাসনিক সূত্র বলছে, ওবায়দুল কাদেরকে গ্রেফতার করার খবর ভিত্তিহীন।

জানা গেছে, ২০২৪ সালের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT) তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তবে এরপর থেকে তিনি নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর নজরে থাকলেও এখন পর্যন্ত গ্রেফতারের কোনো আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। “ওবায়দুল কাদের গ্রেফতার” এরকম একটি গুজব, যা যাচাই না করেই দ্রুত ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *