কবে সরকার থেকে বিদায় নেবেন ড. ইউনূস, জানালেন নিজেই

রাজনীতি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের পরই

তিনি তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন এবং এরপর নতুন সরকারের কোনো পদে তিনি থাকবেন না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘ডেসারাট নিউজ’-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি এই ঘোষণা দেন।

নিবন্ধে যা বলেছেন ইউনূস

নিবন্ধে ড. ইউনূস বলেন, “আমি স্পষ্ট করে বলছি, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর যে সরকার আসবে, সেখানে নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকব না।” তিনি তার সরকারের মূল লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা বলে উল্লেখ করেন, যাতে দেশের ও বিদেশের সব বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

গণঅভ্যুত্থান ও দায়িত্ব গ্রহণ

ড. ইউনূস স্মরণ করে বলেন, গত বছরের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে একটি গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল। সেই সময় জনগণের চাপের মুখে সরকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়। এরপর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি জানান, নতুন সরকার গঠনের পর তারা ইতোমধ্যে ১১টি সংস্কার কমিশনের ভিত্তিতে একটি ঐক্যমত্য কমিশন গঠন করেছে, যা রাজনৈতিক ও নির্বাচনী ব্যবস্থার রূপরেখা তৈরি করছে।

নির্বাচন ও ভবিষ্যৎ পরিকল্পনা

ড. ইউনূস বলেন, তার সরকার বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এসেছে। তিনি বলেন, “আমি রাজনীতিতে থাকার জন্য আসিনি। বরং একটি অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতেই এসেছি।” তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এই নির্বাচন সফলভাবে আয়োজনের পর তিনি তার দায়িত্ব ছেড়ে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *