বাংলাদেশ জাতীয় বধির সংস্থার এক একর জমি আওয়ামী লীগ নেতা ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের দখলে আছে। রাজধানীর লালবাগের সেই জমি উদ্ধার করে তাতে ৩০ তলা ভবন নির্মাণের কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ শনিবার বিজয়নগরে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি শ্রবণ, বাক প্রতিবন্ধীদের অনুদান ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে বধির সংস্থা।
পরিকল্পনামন্ত্রী এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে মন্ত্রীর কাছে হাজী সেলিমের দখলে থাকা জমি উদ্ধার করে দেওয়ার দাবি করেন সংস্থাটির সভাপতি শাহাদাৎ আলম হারু চৌধুরী।
অনুষ্ঠানে এসে বিষয়টি জানতে পেরেছেন উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, বধির সংস্থার লালবাগের জমি বেদখল হয়েছে, বিজয়নগরেও একই চেষ্টা চলছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই সরকার দুর্বল মানুষের সরকার, আইনের সরকার।
এ ক্ষেত্রে কোনো বাধা সহ্য করা হবে না। লালবাগের জমি আমি দখলমুক্ত করব। এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও ঢাকার ডিসির সঙ্গে কথা বলব। অতি শিগগিরই জমিটি সংস্থার কাছে ফিরিয়ে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ওখানে ৩০ তলা ভবন করবে সরকার।
৩০০-৪০০ কোটি টাকা লাগবে, এটা বড় কিছু নয়। হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে শেখ হাসিনার সরকার। তবে এটি পরিচালনায় সৎ ও দেশপ্রেমিক হতে হবে। ধনী বা সম্পদশালীরা ইউরোপ-আমেরিকা-কানাডায় পাড়ি জমান মন্তব্য করে এম এ মান্নান আরো বলেন, খেটে খাওয়া দুর্বলদের নিরাপদ বাসস্থান বাংলাদেশ। বঙ্গবন্ধু ও তার কন্যা এদেশের দুর্বলদের শক্তিশালী করার কথা বলেছেন, তাদের কল্যাণ নিশ্চিত করতে হবে।