এবার আ. লীগের প্রভাবশালী সাবেক এমপি গ্রেপ্তার

সারাদেশ

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ঝিনাইদহে ছাত্র-জনতার ওপর হামলাসহ অন্তত তিনটি মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন তিনি। সবশেষ রোববার রাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।

আরও পড়ুনঃ ইসলামী ব্যাংকের ভেতর শিক্ষককে হাতুড়ি দিয়ে নির্যাতন, গ্রেপ্তার ৩ কর্মকর্তা
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ঢাকার একটি বাসা থেকে সাবেক এমপি ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঝিনাইদহে আনা হচ্ছে। সোমবার (১৮ আগস্ট) সাবেক এই এমপিকে আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *