হঠাৎ অসুস্থ উপদেষ্টা ফারুকী, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

সারাদেশ

কক্সবাজার সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে তাকে জরুরি ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে কক্সবাজারের একটি হোটেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ইমরান হোসাইন সজীব বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কিউরেশন সংক্রান্ত কর্মশালায় অংশ নিতে শুক্রবার (১৫ আগস্ট) ৫ দিনের সরকারি সফরে কক্সবাজারে যান উপদেষ্টা ফারুকী। সফরে তার সঙ্গে একান্ত সচিব ছাড়াও ব্যক্তিগত কর্মকর্তারা ছিলেন।

এ বিষয়ে জেলা প্রশাসক (সাধারণ) ইমরান হোসাইন সজীব বলেন, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা গত ১৫ আগস্ট ৫ দিনের সফরে কক্সবাজার আসেন। ১৯ আগস্ট কক্সবাজার ত্যাগ করার কথা ছিল। এরই মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল কক্সবাজারে। কিন্তু শনিবার রাত ৮টার দিকে তিনি হোটেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

তিনি বলেন, জেলা প্রশাসনের সহায়তায় ডাক্তার এনে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন চিকিৎসকরা। বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তারপরও উন্নত চিকিৎসার জন্য উপদেষ্টার পরামর্শক্রমে সফর সূচি সংক্ষিপ্ত করে রাত ১০টার দিকে ঢাকায় পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *