অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক

নিউজ ডেষ্ক- অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শুক্রবার বারানসি থেকে কলকাতায় ফেরার পথে মাঝ আকাশে হঠাৎ বিপাকে পড়ে তাকে বহনকারী উড়োজাহাজ।

ল্যান্ডিংয়ে বিভ্রাট ঘটে উড়োজাহাজের। ল্যান্ডিংয়ের সময় হঠাৎ সাত হাজার ফুট থেকে দুই হাজার ফুটে নেমে নীচে নেমে আসে বিমানটি। সেই সময়ে প্রবল ঝাঁকুনিও দেয় মুখ্যমন্ত্রীর ভাড়া করা ছোট বিমানটি।

পাইলট কোনোমতে সামলে নেন; নাহলে রানওয়েতে আছড়ে পড়ত উড়োজাহাজটি। প্রাণে বাঁচলেও এ ঘটনায় কোমরে ও পিঠে বেশ আঘাত পান মমতা ব্যানার্জী। আগে থেকেই তার কোমরের ব্যথা আরো চাঙা হয়ে উঠেছে।

নিউজ এইটিন ও আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মমতা ব্যানার্জীসহ সেই সময়ে বিমানে থাকা সবাই সুস্থ রয়েছেন। তবে এমন আকস্মিক ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে উড়োজাহাজে থাকা যাত্রীদের মধ্যে। এদিকে কেন এমন দুর্ঘটনার মুখোমুখি হলো মমতার বিমান তা নিয়ে জোর জল্পনার শুরু হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিমান চলাচলের নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ।

আনন্দবাজার পত্রিকাকে কলকাতা বিমানবন্দর সূত্র জানিয়েছে, মমতার বিমানের সামনে অন্য একটি বড় বিমান এসে পড়ে। এটাই বিপত্তির কারণ। দুর্ঘটনা থেকে বাঁচতে পাইলট দ্রুত উচ্চতা প্রায় পাঁচ হাজার ফুট নামিয়ে দেন।। তাতেই প্রবল ঝাঁকুনি হয় বিমানে। বিমানের দুই পাইলট ছিলেন বাবা ও মেয়ে। দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার মিনিট চারেক পরে বিমানটি কলকাতার মাটি স্পর্শ করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *