পিটার হাসের সঙ্গে এনসিপির বৈঠক নিয়ে যা বলছে মার্কিন দূতাবাস

সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন হঠাৎ করেই কক্সবাজারে গেছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পাঁচ নেতা। সেখানে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপনে বৈঠক করছেন বলে খবর চাউড় হয়েছে। তবে ওই বৈঠকের বিষয়ে কিছুই জানে না মার্কিক দূতাবাস।

মঙ্গলবার (৫ আগস্ট) মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে গণমাধ্যমকে বলেন, ‘পিটার হাসের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তিনি এখন একজন বেসরকারি নাগরিক। তিনি কোনো বৈঠকে অংশ নিচ্ছেন কি না সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

জানা গেছে, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির পাঁচ নেতা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।

কক্সবাজারে যাওয়া এনসিপি নেতারা হলেন- মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। সঙ্গে তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহও রয়েছেন। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক।

এনসিপির পাঁচ নেতার হঠাৎ কক্সবাজার আগমন রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি করেছে।

আরও পড়ুনঃ অবশেষে গোপালগঞ্জের হামলার ঘটনাকে নিয়ে একি বললেন: ডাঃ শফিকুর রহমান
যদিও দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি। পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগান্ডা। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম। এটা গুজব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *