বিশ্ববাজারে আকরিক লোহার দাম বেশ কিছুদিন ধরেই ১০০ ডলারের আশপাশে ঘোরাফেরা করছিল। কিন্তু চীনের অর্থনীতিতে কাঙ্ক্ষিত গতি না ফেরায় এবার দাম নিম্নমুখী হয়ে পড়েছে। সবচেয়ে বড় ভোক্তা চীন থেকে নতুন কোনো প্রণোদনার ঘোষণা না আসায় বাজারে হতাশা তৈরি হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে স্টিলশিল্প ও কাঁচামালের বাজারে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার
চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে বুধবার (৩০ জুলাই) সেপ্টেম্বর মাসের সবচেয়ে লেনদেন হওয়া আকরিক লোহার চুক্তির দাম ০.৪৪ শতাংশ কমে প্রতি মেট্রিক টন ৭৮৯ ইউয়ানে (১০৯.৯৫ মার্কিন ডলার) দাঁড়ায়।
সিঙ্গাপুর এক্সচেঞ্জেও দাম পড়ে গেছে। একই মাসের জন্য চুক্তির দর ০.৯১ শতাংশ কমে ১০১.৮ ডলারে নেমে আসে।
এর আগে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান ৯০ দিনের শুল্ক বিরতি বাড়ানোর আলোচনা সাফল্যমণ্ডিত হওয়ায় সকালের দিকে দাম কিছুটা বাড়ে। তবে চীনের পলিটব্যুরোর বৈঠকে কোনো নির্দিষ্ট অর্থনৈতিক প্রণোদনার ঘোষণা না থাকায় বাজারে হতাশা ছড়ায়।
চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার মতে, পলিটব্যুরোর বার্ষিক জুলাই বৈঠকে স্থিতিশীল নীতির প্রতিশ্রুতি দেয়া হলেও, রিয়েল এস্টেট খাত চাঙা করতে কোনো নতুন পরিকল্পনার উল্লেখ করা হয়নি।
চীনের এই খাতটি দেশের মোট স্টিল চাহিদা ও অর্থনীতির বড় চালিকাশক্তি হওয়ায় বিনিয়োগকারীরা চায়নি এটি অবহেলিত থাকুক।