‘মূল লক্ষ্য পূরণে ব্যর্থ পুতিন, ৪৫০ রুশ সেনা নিহত’

আন্তর্জাতিক

নিউজ ডেষ্ক- ইউক্রেনে রুশ হামলার প্রথম দিনই পুতিন বাহিনী মূল লক্ষ্য পূরণে ‘ব্যর্থ’ হয়েছে এবং ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে ৪৫০ জন রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। ব্রিটিশ সংবাদমাধ্যম ওয়েলস অনলাইন শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্থানীয় সময় শুক্রবার সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনে কথা বলেছেন।
এ সময় তিনি রুশ আগ্রাসন প্রতিরোধে কঠোর নিষেধাজ্ঞা ও সমর্থন দাবি করেন। পাশাপাশি মস্কোর হামলার বিরুদ্ধে ‘কার্যকর প্রতিরোধ’ গড়ে তোলার জন্য মিত্রদের প্রতি আহ্বান জানান জেলেনস্কি।

এদিকে, রাশিয়ার বিমানবন্দরে ব্রিটিশ বিমান অবতরণ নিষিদ্ধ করেছে রাশিয়া। এমনকি নিজের আকাশসীমাতেও ব্রিটিশ বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা।

এই পদক্ষেপ ‘যুক্তরাজ্যের বিমান চলাচল কর্তৃপক্ষের অবন্ধুত্বপূর্ণ সিদ্ধান্তের’ প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্যও রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লটের বিমান ব্রিটেনে অবতরণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। ব্রিটেনের এই সিদ্ধান্তের দাঁত ভাঙা জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি রাশিয়ার।

ইউক্রেনে রুশ অভিযানের প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাজ্য।

ইউক্রেন ন্যাটোর সদস্যপদ দাবি করার পর থেকে রাশিয়া এর বিরোধিতা করে আসছিল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাবিশ্বের হুমকি-ধামকি আমলে না নিয়ে ইউক্রেনের ডোনবাস অঞ্চলের দোনেস্ক ও লুহানস্ককে ‘স্বাধীন’ রাষ্ট্রের মর্যাদা দেয় রাশিয়া। এমনকি সেখানে ‘শান্তি প্রতিষ্ঠার জন্য’ সেনা পাঠানোরও ঘোষণা দেন পুতিন। এর পর বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা দেয় রাশিয়া।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *