নিউজ ডেষ্ক- নোয়াখালীর চাটখিল থানার এসআইর হাতে উপজেলার হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল (মঙ্গলবার) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটে এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে মারধরের শিকার শিক্ষক মো. মিজানুর রহমান চাটখিল থানার এসআই রমজান আলীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ থেকে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদানে সহযোগিতার দায়িত্বে ছিলেন বিদ্যালয়টির ইংরেজি শিক্ষক মো. মিজানুর রহমান। ভ্যাকসিন প্রদান শেষে ওই শিক্ষক নিজের মোটরসাইকেল স্টার্ট করতে গিয়ে দেখেন কে বা কাহারা তার মোটরসাইকেলের চাকার হাওয়া ছেড়ে দিয়েছে এবং মোটরসাইকেলটি নষ্ট করে দেয়। ফলে তিনি বারবার মোটরসাইকেল স্টার্ট দিলে এসআই রমজান আলী তাকে গালমন্দ করে স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের বাইরে গাড়ি নিতে বলেন। এ সময় মিজানুর রহমান মোটরসাইকেলটি গেইটের বাইরে নিয়ে আবারো স্টার্ট দেওয়ার চেষ্টা করলে এসআই রমজান আলী ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। পরে তিনি নিজেকে শিক্ষক পরিচয় দিলে এসআই আরও ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পর দিয়ে শারীরিকভাবে নির্যাতন করেন।
মিজানুর রহমান জানান, পুলিশ সদস্যের এমন আচরণে তার শারীরিক লাঞ্ছনা ও মানসিক ভোগান্তি এবং সামাজিকভাবে মানহানি হয়েছে। তিনি এর সুষ্ঠ বিচার দাবি করেছেন।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা বলেন, এ ঘটনায় ব্যবস্থা গ্রহণের জন্য থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।