ইসলাম ধর্ম নিয়ে ছাত্রলীগ নেতার কটূক্তি, গ্রেপ্তারের দাবিতে উত্তাল শায়েস্তাগঞ্জ

বাংলাদেশ

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় শায়েস্তাগঞ্জে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ। ছবি : আমাদের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেবকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল শায়েস্তাগঞ্জ। আজ শুক্রবার দুপুর ২টার দিকে জুম্মা নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে তৌহিদী মুসলিম জনতা।

মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে রেলওয়ে পার্কিংয়ে পথসভায় জড়ো হয়। এখানে তৌহিদী জনতার পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদির ও ছাত্রনেতা আল আমিন সাইফী। তাদের দাবি, ‘অনতিবিলম্বে প্রসেনজিৎ দেবকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘আমরা প্রসেনজিৎ দেবকে গ্রেপ্তার করতে কাজ করছি। ঘটনার পর থেকে সে পলাতক। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। শীঘ্রই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হবো।’

এদিকে বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও সাধারণ সম্পাদক হোসাইন আদিল মো. জজ মিয়া স্বাক্ষরিত এক বার্তায় প্রসেনজিৎ চন্দ্র দেবকে পদ থেকে বহিষ্কার করায় বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা উপজেলা এবং জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

সম্প্রতি ভারতে কর্ণাটকে মুসলিম ছাত্রী মুসকানকে কেন্দ্র করে প্রসেনজিৎ তার ফেসবুকে উসকানিমূলক বক্তব্য পোস্ট করে। এরপর বিষয়টি সবার নজড়ে আসলে ক্ষোভে ফুঁসে উঠে স্থানীয় মুসলিম সমাজ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *