এক মাসে এনসিপি পেলো প্রায় ১৬ লাখ টাকা অনুদান

রাজনীতি

এক মাসে এনসিপি পেলো প্রায় ১৬ লাখ টাকা অনুদান
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ক্রাউডফান্ডিং কর্মসূচি ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’-এর মাধ্যমে এক মাসের বেশি সময় ধরে জনসাধারণের কাছ থেকে অনুদান সংগ্রহ করছে। এ সময়ের মধ্যে ৫ হাজার ৪৯৬ জন মানুষ দলটির ফান্ডে মোট ১৫ লাখ ৯৯ হাজার টাকা দিয়েছেন।

শনিবার (১২ জুলাই) বিকেল পর্যন্ত এনসিপির অনুদান সংগ্রহের ড্যাশবোর্ডে এই তথ্য দেখা গেছে। জানা যায়, গত ৫ জুন থেকে এই ক্যাম্পেইনটি আনুষ্ঠানিকভাবে চালু হয়।

সবশেষ ২৪ ঘণ্টায়ও দান করেছেন ২২৫ জন ব্যক্তি, যার মাধ্যমে এনসিপির ফান্ডে জমা হয়েছে আরও ৮০ হাজার ৬৮ টাকা।

উল্লেখ্য, এই উদ্যোগের সূচনা হয় ৪ জুন বিকেলে, রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে। সেখানে দলের আর্থিক নীতিমালা ঘোষণা এবং ক্রাউডফান্ডিংয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। পরদিন ৫ জুন থেকে শুরু হয় ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ কার্যক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *