স্পেনের জামোরা প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল ফুটবলার দিয়োগো জোটা এবং তার ছোট ভাই আন্দ্রে সিলভা। দুর্ঘটনা নিয়ে তদন্তের পর পুলিশ জানিয়েছিল, জোটাদের বিলাসবহুল গাড়ি মূলত অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনার শিকার হয়েছে।
তবে ভিন্ন বক্তব্য এসেছে দুই প্রত্যক্ষদর্শীর কাছ থেকে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ও এএস দুজন প্রত্যক্ষদর্শীর বিপরীত বক্তব্য সামনে এনেছে।
পর্তুগিজ নিউজ আউটলেট সিএমকে জোসে অ্যালেক্সো দুয়ার্তে নামের এক ট্রাকচালক বলেন, ‘দুর্ঘটনার মিনিট পাঁচেক আগে সবুজ ল্যাম্বরগিনি গাড়িটি আমাদের অতিক্রম করে গিয়েছিল। স্বাভাবিক গতিই ছিল এবং কোনো বেপরোয়া কিংবা তাড়াহুড়ো মনোভাবের মনে হয়নি। তবে সড়কের অবস্থা ছিল ভয়াবহ।’
এদিকে হোসে অ্যাজেভেদো নামের আরেক ট্রাকচালক দুর্ঘটনার পর ঘটনাস্থলের ভিডিও ধারণের দাবি করেছেন। যা সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়ে যায়। যেখানে তাকে বলতে শোনা যায়– ‘আমি কিছু করতে চেয়েছি, কিন্তু কিছুই করার ছিল না। আমার বিবেচনাবোধ ছিল স্পষ্ট। তাদের পরিবারকেও আমি স্পষ্টভাবে জানিয়েছি, তাদের গাড়ির গতি অতিরিক্ত ছিল না।’
এর আগে স্পেনের সিভিল গার্ডের (পুলিশ) এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, ‘বিশেষজ্ঞের প্রতিবেদন চূড়ান্ত হয়েছে, যেখানে অন্যান্য বিষয়ের সঙ্গে গাড়ির একটি চাকার ছাপ ফেলে যাওয়াও পরীক্ষা করা হয়েছে। সড়কে যে গতিসীমা, তার চেয়ে বেশি গতিতে (গাড়ি) চালানোর প্রতি ইঙ্গিত করছে সবকিছু। সব পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যায়, গাড়িটি চালাচ্ছিলেন দিয়োগো জোটা।’
তবে প্রত্যক্ষদর্শীদের মন্তব্য নিয়ে এখনো মুখ খোলেনি স্প্যানিশ পুলিশ।