এক বছরের কারাদণ্ড পেয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। পাশাপাশি তাকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। বুধবার (৯ জুলাই) কর ফাঁকির অভিযোগে স্পেনের রাজধানী মাদ্রিদের একটি কোর্ট তাকে এই শাস্তি দিয়েছেন।
ব্রাজিলের দায়িত্ব নেয়ার আগে আনচেলত্তি দুই দফায় রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। প্রথম কোচের পদে বসেছিলেন ২০১৪ সালে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল নিজের ছবি স্বত্ব থেকে আয়ের কর না দেয়ার।
৬৬ বছর বয়সি আনচেলত্তি অভিযোগ অস্বীকার করেছিলেন। ২০১৪ সালে কর পরিশোধ না করার কারণ হিসেবে তিনি তার হিসাবরক্ষকদের ভুলকে দায়ী করেছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক রিয়াল কোচকে সাজা দেয়া হয়েছে।
এই রায় সত্ত্বেও আনচেলত্তির কারাগারে না যাওয়ার সুযোগ রয়েছে। স্প্যানিশ আইন অনুসারে, অহিংস অপরাধের জন্য দুই বছরের কম সাজা থাকলে পূর্ববর্তী কোনো অপরাধে দোষী সাব্যস্ত না হলে আসামিকে কারাগারে যেতে হবে না। তবে সেক্ষেত্রে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবীরা আনচেলত্তির ৪ বছর ৯ মাসের কারাদণ্ড এবং ৩২ লাখ ইউরো জরিমানা দাবি করেছিলেন। তাদের যুক্তি ছিল যে, কর দেয়ার সময় আনচেলত্তি ২০১৪ ও ২০১৫ সালে মাদ্রিদের পরিশোধ করা বেতনের পরিমাণ উল্লেখ করেছিলেন। তাতে বাদ পড়ে যায় ছবি স্বত্ব থেকে আয়।
২০১৪ সালে দায়িত্ব নিয়ে আনচেলত্তি রিয়াল ছাড়েন ২০১৬ সালে। বায়ার্ন মিউনিখ, নাপোলি ও এভারটন হয়ে ২০২১ সালে ফের লস ব্লাঙ্কোসদের ডেরায় হাজির হন তিনি। এ বছরের মে মাসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কোচের পদে বসেন তিনি।