এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে যেদিন

সারাদেশ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। এখন কেবল ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হওয়ার অপেক্ষা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সম্ভাব্য তিনটি তারিখ প্রস্তাব আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয় যেদিন অনুমোদন দেবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষাকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, “ফলাফল তৈরির কাজ প্রায় শেষ। এখন শুধু সম্ভাব্য তারিখ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে।”

প্রসঙ্গত, ১৫ মে শেষ হওয়া পরীক্ষাগুলোর ফল সাধারণত ৬০ কর্মদিবসের মধ্যে প্রকাশ করার নিয়ম রয়েছে। সেই অনুযায়ী ১৫ জুলাইয়ের আগেই ফল প্রকাশে প্রস্তুতি নিচ্ছে বোর্ডগুলো।

এ বছর মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ৯টি সাধারণ বোর্ডের অধীনে। এছাড়া, মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে অংশ নিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

সবমিলিয়ে প্রায় ১৯ লাখ পরীক্ষার্থী অপেক্ষা করছে চূড়ান্ত ফলাফলের জন্য।

ফলাফল প্রকাশের দিন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *