বন্ধুত্ব আরও গভীর করতে নতুন সিদ্ধান্ত নিল উত্তর কোরিয়া ও রাশিয়ার

আন্তর্জাতিক

সাংস্কৃতিক সম্পর্ক ও পারস্পরিক বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে উত্তর কোরিয়া ও রাশিয়া। শনিবার (২৮ জুন) উত্তর কোরিয়ার কিম জং উন এবং রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ওলগা লিউবিমোভা পিয়ংইয়ংয়ে এক বৈঠকে এ কথা বলেন।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, মন্ত্রী লিউবিমোভা কাজের সূত্রে উত্তর কোরিয়ায় অবস্থান করছেন। এই বৈঠক অনুষ্ঠিত হয় উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদর দপ্তরে। এখানে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুদেশ আলোচনা করে।

কিম‌জং উন বলেন, ‘উভয় দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে আরও জানার জন্য শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি।’ তিনি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা এবং বোঝাপড়াকে আরও গভীর করতে সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্ব দেন।

বৈঠকের পরে কিম ও লিউবিমোভা একটি সাংস্কৃতিক কনসার্ট উপভোগ করেন, যেখানে দুই দেশের ঐতিহ্যবাহী লোকসংগীত ও নৃত্য পরিবেশনা ছিল। কিম জং উন রুশ শিল্পীদের অভিনন্দনের প্রতীক হিসেবে তাদের ফুলের ঝুড়ি উপহার দেন।

বিদায় পর্বে কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানানোর অনুরোধ জানান মন্ত্রী লিউবিমোভাকে। এই সাক্ষাৎ এমন এক সময় ঘটল, যখন রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত মিলছে, বিশেষ করে সম্প্রতি পুতিনের পিয়ংইয়ং সফরের পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *