ইরানের প্রসঙ্গ টেনে স্থগিতের আবেদন, প্রত্যাখ্যান করল আদালত

আন্তর্জাতিক

দুর্নীতির বিচারের শুনানি স্থগিত রাখার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আহ্বান প্রত্যাখ্যান করেছে আদালত।

শুক্রবার (২৭ জুন) লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার নেতানিয়াহুর আইনজীবী আদালতের কাছে আগামী দুই সপ্তাহের জন্য শুনানি বন্ধ রাখার আবেদন জানান। তিনি বলেন, ইরানের সঙ্গে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের পর তাকে ‘নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতে’ মনোনিবেশ করতে হবে।

তবে জেরুজালেমের জেলা আদালত অনলাইনে প্রকাশিত এক রায়ে বলেছে, নেতানিয়েহুর আবেদন ‘​​শুনানি বাতিলের কোনো ভিত্তি বা বিস্তারিত যুক্তি প্রদান করে না’।

এদিকে, নেতানিয়াহু বরাবরই কোনো অন্যায় কাজ করার কথা অস্বীকার করেছেন এবং তার সমর্থকরা দীর্ঘদিন ধরে চলমান এই বিচারকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছেন।

প্রথম মামলায় তিনি এবং তার স্ত্রী সারার বিরুদ্ধে রাজনৈতিক সুবিধার বিনিময়ে কোটিপতিদের কাছ থেকে সিগার, গয়না এবং শ্যাম্পেনের মতো ২ লাখ ৬০ হাজার ডলার মূল্যের বিলাসবহুল পণ্য গ্রহণের অভিযোগ রয়েছে।

অন্য দুটি মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে দুটি ইসরায়েলি সংবাদমাধ্যম থেকে ‘আরও অনুকূল কভারেজ’ পাওয়ার জন্য দর কষাকষির চেষ্টা করার অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *