২৪ ঘন্টার মধ্যে রেকর্ড পরিমাণ কমে গেল জ্বালানি তেলের দাম

অর্থনীতি

ইরান ও ইসরায়েলের মধ্যে ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মতির ঘোষণা আসার পর বিশ্ববাজারে ব্যাপকভাবে কমে গেছে তেলের দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে নিজের সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এই ঘোষণা দেন।

এই ঘোষণার পর বিশ্ববাজারে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা হ্রাস পায় এবং বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। ফলে টানা দরপতনের ধারায় এক সপ্তাহেরও বেশি সময় পর তেলের দাম নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে।

মঙ্গলবার (২৪ জুন) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, বাজারে প্রতিক্রিয়াস্বরূপ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ২.৬৯ ডলার বা ৩.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮.৭৯ ডলারে। এটি ১১ জুনের পর সর্বনিম্ন।

অন্যদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২.৭ ডলার বা ৩.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৫.৪৬ ডলারে—যা ৯ জুনের পর সর্বনিম্ন রেকর্ড।

এদিকে যুদ্ধবিরতির খবরে বিশ্বব্যাপী শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা দেয়। তবে ডলারের দরপতন অব্যাহত থাকে। এর আগে সোমবার (২২ জুন) ইরানের পক্ষ থেকে একটি মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার জেরে তেলের দাম এক ধাক্কায় ৯ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছিল।

যুদ্ধবিরতির খবরে জ্বালানির সরবরাহ নিরাপত্তা নিশ্চিত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে। বিনিয়োগকারীরা আপাতত কিছুটা স্বস্তিতে থাকলেও বাজারে চূড়ান্ত স্থিতিশীলতার জন্য আরও সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *