সকল বাধা উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ করলো বিএনপি

জাতীয়

নিউজ ডেষ্ক- ব্রাহ্মণবাড়িয়া শহরে ১৪৪ ধারা থাকার কারণে শহরতলীর নাটাই উত্তর ইউনিয়নের বটতলি বাজারে সমাবেশ করছে বিএনপি। কেন্দ্রীয় নেতারাও বাঁধা পেরিয়ে সেখানে পৌঁছেছে। তবে সেখানে প্রশাসনের কোনো বাধা নেই। বিরাশার লালপুর সড়কের মধ্যেখানে এই সমাবেশটি করছে বিএনপি।

শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে আজ (শনিবার) দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসার জন্যে বিদেশ যাওয়ার দাবিতে সমাবেশ করার পূর্ব ঘোষণা দিয়ে রাখে। এরপর একইস্থানে ছাত্রলীগ পাল্টা কর্মসূচির ঘোষণা দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় জেলা ম্যাজিস্ট্রেট হায়াত উদ দৌলা খান সমাবেশ ভেন্যুসহ সারা শহরে ১৪৪ ধারা জারি করেন। আজ (শনিবার) ভোর ৫টা থেকে ৫ শতাধিক পুলিশ শহরের ৫০টি স্পটে কড়া অবস্থান নেয়। এদিকে ১৪৪ ধারার কারণে শহরের ভেতর থেকে সকল ধরনের যানবাহন চলাচল করে দেওয়া হয়েছে।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, রুমিন ফারহানা এবং ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।

এদিকে সমাবেশে যোগ দিতে আসা বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও পরবর্তিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।

রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে ভৈরব টোল প্লাজায় আমাকে এক ঘণ্টা আটকে রাখে পুলিশ। অনেক কথা-কাটাকাটির পর সৈয়দ নজরুল ইসলাম সেতু (ভৈরব-আশুগঞ্জ সড়ক সেতু) দিয়ে আশুগঞ্জ উপজেলার দিকে রওনা হই। পরে আশুগঞ্জে সেতুর ওপরই পুলিশ আবার আমাকে আটকে দেয়। মূলত পুলিশ আমাকে ব্রাহ্মণবাড়িয়ায় যেতে দিচ্ছে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *