বাজে শুরুর পর বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিলেন তাইজুল

খেলা

পুঁজিটা বড়, তবে ততটাও বড় নয়। তার কারণ গলের ব্যাটিং-স্বর্গ। এমন উইকেটে ৪৯৫ রানের পুঁজি নিয়ে বল হাতে বাংলাদেশকে শুরুটা করতে হতো বেশ আঁটসাঁট। তবে তা হলো না। তাই শুরুটা হলো বেশ বাজে।

তবে এরপরও পঞ্চাশের আগেই প্রথম উইকেটের দেখা পেয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন অভিজ্ঞ বোলার তাইজুল ইসলাম।

দারুণ সেট আপ করে অভিষিক্ত উদারাকে ফিরিয়েছেন তাইজুল। ওভারের প্রথম তিনটি ডেলিভারি দিয়েছিলেন গুড লেন্থে, যা ভালোভাবেই ডিফেন্ড করছিলেন লঙ্কান ব্যাটার। চতুর্থ বলটা দিলেন ব্যাটের একেবারে সামনে, ফুলার লেন্থে। খানিকটা হকচকিয়ে গিয়ে উদারা ফিরতি ক্যাচ তুলে দেন তাইজুলকে। ৩৪ বলে ২৯ রান করে ফিরতে হয় লঙ্কান ওপেনারকে।

৩৪ বলে ২৯, দেখেই নিশ্চয়ই আঁচ করতে পারছেন কেমন ধকলটা গেছে বাংলাদেশের বোলারদের ওপর। হয়েছেও ঠিক তাই। প্রায় প্রতি ওভারেই একটা করে বাউন্ডারি হজম করছিল বাংলাদেশের বোলাররা। শুরুতেই হাত খোলার সুযোগ পেয়ে সেটা লুফে নিতে ভোলেননি উদারা।

আর তাতে ভর করেই শ্রীলঙ্কা দারুণ এক শুরু পেয়ে গিয়েছিল। তরতরিয়ে চলে যাচ্ছিল পঞ্চাশের কাছাকাছি। তবে এরপরই বাঁধ সাধলেন তাইজুল। তুলে নিলেন প্রায় ১০০’র কাছাকাছি স্ট্রাইক রেটে রান তোলা উদারাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *