তেহরান থেকে সবাইকে সরতে বললেন ট্রাম্প, কড়া প্রতিক্রিয়ায় যা বলছে চীন

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েলের চলমান সংঘর্ষ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির কড়া সমালোচনা করেছে চীন। বেইজিংয়ের অভিযোগ, ‘ট্রাম্প আগুনে ঘি ঢালছেন।’

আজ মঙ্গলবার (১৭ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘এই মুহূর্তে হুমকি, চাপ সৃষ্টি, উত্তেজনা বাড়ানো কিংবা আগুনে ঘি ঢালা—কোনোটিই সমাধানে সাহায্য করবে না বরং সংঘর্ষকে আরও গভীর ও বিস্তৃত করে তুলবে।’

চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি পোস্টে লেখেন, ‘তেহরান থেকে সবাইকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি!’

এ ধরনের মন্তব্যের ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

চীনা মুখপাত্র বলেন, ‘আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে, বিশেষ করে যারা ইসরায়েলের ওপর প্রভাব রাখে, তাদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং যেন এই সংঘর্ষ আর না ছড়ায়, তা নিশ্চিত করতে হবে।’

এদিকে, চীনের ইসরায়েল দূতাবাস মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব ইসরায়েল ত্যাগ করার’ পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, ইসরায়েল ও ইরানের মধ্যে টানা কয়েকদিন ধরে ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছে, যার জেরে পারমাণবিক আলোচনা স্থগিত হয়েছে এবং ব্যাপক যুদ্ধের শঙ্কা ঘনিয়ে উঠেছে। সূত্র: এআরওয়াই নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *