ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এর খাতাম আল–আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। আজ মঙ্গলবার ইসরাইলের হামলায় সাদমানি নিহত হন বলে জানায় জেরুজালেম পোস্ট।
এরআগে গত শুক্রবার তার পূর্বসূরী গোলাম আলী রশিদকে হত্যা করে ইসরাইল। সাদমানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। ইসরাইল বলছে, খাতাম আল-আম্বিয়া প্রধান হিসেবে সাদমানি ছিলেন ইরানের ‘যুদ্ধকালীন চিফ অব স্টাফ, সবচেয়ে জেষ্ঠ্য সামরিক কমান্ডার এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির ঘনিষ্ঠ ব্যক্তি।’
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
এরআগে, ইসরাইলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভ্যুলেশনারি গার্ড এর কমান্ডার হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান।
আজ মঙ্গলবার ৫ম দিনের মতো ইরান-ইসরাইল যুদ্ধ চলছে।