মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরান ‘ইসমাইল ফিকরি’ নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

সোমবার (১৬ জুন) এ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম ‘মিজান অনলাইন’ জানায়, দেশটির সুপ্রিম কোর্ট ফিকরির বিরুদ্ধে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে মৃত্যুদণ্ড দেয়।

প্রতিবেদনে বলা হয়, ইসমাইল ফিকরি ইরানের ‘শত্রু’ রাষ্ট্রগুলোর কাছে গোপন ও সংবেদনশীল তথ্য সরবরাহ করেছিলেন। তদন্তে জানা গেছে, তিনি মোসাদের দুটি কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন। ২০২৩ সালের ডিসেম্বরে ফিকরিকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়।

মিজান অনলাইন আরও জানিয়েছে, এই মৃত্যুদণ্ড মোসাদের গোয়েন্দা কার্যক্রমের জন্য একটি ‘গুরুতর ধাক্কা’ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *